দীপিকার নতুন যাত্রা: মেটা এআই’র প্রথম ভারতীয় কণ্ঠস্বর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:১৭, ১৭ অক্টোবর ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার পা রাখলেন একদম নতুন মঞ্চে—কণ্ঠস্বর হয়ে মেটা এআই’র জগতে। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা) তাদের নতুন প্রজন্মের এআই অ্যাসিস্ট্যান্টে দীপিকার কণ্ঠস্বর যুক্ত করেছে, যা এখন থেকে ইংরেজি ভাষায় শোনা যাবে ভারতসহ আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়।
নিজের এই নতুন যাত্রার কথা দীপিকা জানিয়েছেন ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে। পোস্টে তিনি লিখেছেন—‘এটা আমার জন্য সত্যিই এক নতুন অভিজ্ঞতা। এবার থেকে আমি মেটা এআই’র সঙ্গে যুক্ত হলাম। আমার কণ্ঠস্বর এখন সারা বিশ্বের মানুষ শুনতে পারবেন। সবাই শুনে জানাবেন কেমন লাগল।’
এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ভক্তরা। অনেকে একে বলছেন ‘ভারতের ডিজিটাল ইতিহাসে নতুন অধ্যায়’—কারণ, ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম, যাকে এ ভূমিকায় দেখা যাবে।
মা হওয়ার পর থেকে কাজের সময় নির্ধারণ নিয়ে কিছু বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা। তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন, প্রতিদিন আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এ কারণে ‘ভাঙ্গার’ ও ‘কল্কি-২৮৯৮ এডি’-র মতো বড় বাজেটের ছবি থেকে তাকে বাদ দেওয়া হয়। কিন্তু তাতে দমে যাননি এই নায়িকা; বরং নিজের অবস্থানে থেকেছেন অনড়।
সবশেষ খবর অনুযায়ী, দীপিকা আবারও পর্দায় ফিরছেন কিং খান শাহরুখ খান-এর সঙ্গে। তাদের নতুন ছবি ‘কিং’-এ দেখা যাবে দীপিকাকে, যেখানে শাহরুখের কন্যা সুহানা খানও অভিনয় করছেন।
দীপিকার জন্য মেটা এআই’র এই সংযুক্তি নিঃসন্দেহে এক নতুন দিগন্তের সূচনা। বলিউডের পর এবার তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে—যা ভারতীয় বিনোদন শিল্পের জন্য এক বড় গর্বের মুহূর্ত।