৩৪ বলে সেঞ্চুরি নারী টি-টোয়েন্টিতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৩৬, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:০৮, ১৮ অক্টোবর ২০২৫

নারী ক্রিকেটে ঝড় তুললেন ভারতের কিরন নাবগিরে। মাত্র ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভেঙে ফেলেছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের বিশ্বরেকর্ড। সিনিয়র উইমেন্স টি–টোয়েন্টি ট্রফিতে আজ শুক্রবার (১৭ অক্টোবর) পাঞ্জাব উইমেন্সের বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন তিনি।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাব নারী দল ২০ ওভারে তোলে ১১০ রান। সহজ লক্ষ্য তাড়ায় নেমে মহারাষ্ট্র জয় পেয়ে যায় মাত্র ৮ ওভারেই। কিরন নাবগিরে একাই খেলেন ৩৫ বলে ১০৬ রানের বিস্ফোরক ইনিংস, যাতে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কা।
তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩০২.৮৬— নারী ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ৩০০-এর ওপরে স্ট্রাইক রেটে সেঞ্চুরির নজির!
ইনিংসের শুরুতেই ঈশ্বরী সাবকর ১ রানে আউট হলেও, তিনে নামা মুক্তা মাগরেকে নিয়ে নাবগিরে গড়েন অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটি। মুক্তার অবদান যেখানে মাত্র ১০ বলে ৬, সেখানে নাবগিরে একাই জয় নিশ্চিত করেন আগ্রাসী ব্যাটিংয়ে।
এর আগে নারী টি–টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল সোফি ডিভাইনের দখলে—২০২১ সালে ৩৬ বলে শতরান। নাবগিরে এবার সেই রেকর্ড ভেঙে দুই বল আগেই পৌঁছালেন তিন অঙ্কে, গড়ে তুললেন ইতিহাস।
৩১ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের জাতীয় নারী দলে খেলেছেন ৬টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। ২০২২ সালের সিনিয়র উইমেন্স ট্রফিতে ৩৫টি ছক্কা মেরে তিনি আলোচনায় আসেন, যা টুর্নামেন্টে সর্বোচ্চ রেকর্ড।
সেই মৌসুমেই অরুণাচল প্রদেশের বিপক্ষে ৭৬ বলে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন তিনি—ভারতীয় নারী ক্রিকেট ইতিহাসে প্রথম ১৫০+ ইনিংস। একই বছর টি–টোয়েন্টি চ্যালেঞ্জে ২৫ বলে ফিফটি করেছিলেন।
মেয়েদের আইপিএলের প্রথম আসরে তাকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্স। সেখানে গত বছর করেন ৩১ বলে ৫৭, আর চলতি বছরে ১৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সেই আগুনঝরা পারফরম্যান্সের ছোঁয়া দিতে পারেননি—৬ ম্যাচে মোটে ১৭ রানই তার অর্জন।