নভেম্বরে আফ্রিকার দুই দলের বিপক্ষে ইউরোপ সফরে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:১৬, ১৭ অক্টোবর ২০২৫

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান বাছাই পর্ব শেষ হলেও, খেলায় ছন্দ হারাতে নারাজ কার্লো আনচেলত্তির ব্রাজিল। নিয়মিত প্রস্তুতি বজায় রাখতে এবার আফ্রিকার দুই শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে।
ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিন দিন পর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।
এর আগে চলতি মাসে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২–০ গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে হেরে যায় ব্রাজিল।
আসন্ন এই আফ্রিকা সফরকে আনচেলত্তি দল গঠনের গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ হিসেবে দেখছেন। কারণ বিশ্বকাপের আগেই স্কোয়াডের ভারসাম্য ও ফর্ম যাচাইয়ে এ ধরনের প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছে ব্রাজিলীয় কোচিং স্টাফ।