শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

ফেনীতে ডাকাতি, ৭০ ভরি স্বর্ণসহ দুই কোটি টাকার মালামাল লুট

 ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৫, ১৮ অক্টোবর ২০২৫

ফেনীতে ডাকাতি, ৭০ ভরি স্বর্ণসহ দুই কোটি টাকার মালামাল লুট

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক সুইডেন প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতি। শুক্রবার গভীর রাতে সংঘবদ্ধ একদল অস্ত্রধারী ডাকাত পরিবারের সদস্যদের জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, তিন হাজার ইউরো ও নগদ অর্থসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামে, সিলোনিয়া বাজার সংলগ্ন আজিজ উল্যা মাস্টার বাড়িতে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় আজিজ উল্যা মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। পরে তারা ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে এবং পুরো ঘর তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

লুটকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ চার লাখ টাকা, একাধিক মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী। পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় দুই কোটি টাকা।

জানা গেছে, কামাল উদ্দিন বাবুলের বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন এবং বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ওই ঘরেই ঘটেছে ডাকাতির মূল ঘটনাটি। বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে সেদিন রাতে বাইরে ছিলেন। ডাকাতরা ঘরে অবস্থানরত বাবুল মিয়াসহ তার দুই ভাগিনা ও দুই বোনকে হাত-পা বেঁধে ফেলে এবং বাধা দেওয়ার চেষ্টা করলে বাবুল মিয়াকে মারধর করে গুরুতর আহত করে।

শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। তারা এই ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান,“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সংঘবদ্ধ একটি দল পরিকল্পিতভাবে এই ডাকাতি করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন