শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৪, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফ্লাইট অপারেশন এখনো স্বাভাবিকভাবে চলছে। তবে যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক ও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, “চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে, আমরা দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করছি।” প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিমানবন্দরের সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।