চাকসুতে জয়ী শিবির প্যানেলের শহীদ রবের কবর জিয়ারত
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪০, ১৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয়ী ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' প্যানেলের নবনির্বাচিত নেতারা মুক্তিযুদ্ধে শহীদ চাকসুর জিএস আবদুর রবের কবর জিয়ারত করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরীর সিআরবি সংলগ্ন এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় শহীদ রবের কবর জিয়ারতে আসেন নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব এবং প্যানেলের অন্যান্য সদস্যরা। নেতৃত্ব দেন চবি শিবির সভাপতি মোহাম্মদ আলী।
১৯৭০ সালে অনুষ্ঠিত প্রথম চাকসু নির্বাচনে ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুর রব জিএস নির্বাচিত হন। ১৯৭১ সালের ১৩ এপ্রিল, মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামনে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি শহীদ হন। পরে তাকে নিজ বাসার কাছেই, এনায়েত বাজারে দাফন করা হয়। বর্তমানে ওই এলাকায় তার নামে একটি কলোনি রয়েছে।
এসময় চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “চাকসুর ইতিহাসে শহীদ আবদুর রব ভাইয়ের অবদান অনস্বীকার্য। তিনি শুধু একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন দেশের জন্য প্রাণ উৎসর্গকারী এক সংগ্রামী নেতা। আমরা যেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের ও দেশের কল্যাণে কাজ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।"
এসময় চাকসুর নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব বলেন, “১৯৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইনসাফ ও ন্যায়ের পক্ষে জীবন দিয়েছেন, আমরা তাদের স্মরণ করেছি। আমরা দলীয় পরিচয় নয়, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিতে চাই।"
চবি শিবির সভাপতি মোহাম্মদ আলী বলেন, "শহীদ রব ছিলেন দেশপ্রেমিক ও সাহসী মানুষ। তার মতো মানুষদের আত্মত্যাগের প্রেরণাতেই আমরা কাজ করতে চাই সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার প্রতিষ্ঠার জন্য।"
এর আগে গত ১৫ অক্টোবর সপ্তম চাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয়ী হয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' প্যানেল। কেবল এজিএস ও সহ-ক্রীড়া সম্পাদক পদে তারা জয়ী হননি।