রাকসুতে ছাত্রশিবিরের জয়
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৮, ১৭ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ২৩টি পদের মধ্যে ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
এর মধ্য দিয়ে ৩৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে রাকসুর নেতৃত্বে এলো সংগঠনটি। সেই সাথে ডাকসু, জাকসু ও চাকসুর জয়ের ধারাবাহিকতা ধরে রাখল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি।
ইতোমধ্যে অনুষ্ঠিত তিন ছাত্র সংসদ নির্বাচনের মত রাকসুতেও শিবিরের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। রাকসুতে ক্রীড়া সম্পাদক ছাড়া আর কোনো পদে তারা জয়ের মুখ দেখেনি।
এছাড়া জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসুতে ভোট হয়। প্রায় ২৯ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দেয়। রাত সাড়ে ৮টার পর ভোট গণনা শুরু হয়। সব প্রক্রিয়া শেষ রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ভিপি, জি এস ও এজিএস কারা হলেন:
এবার রাকসুতে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজার ভোট ৫ হাজার ৭২৯।
এজিএস পদে শিবিরের এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।
শিবিরের নির্বাচিত ২০ জন হলেন:
ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ
এজিএস: এস এম সালমান সাব্বির
সহক্রীড়া সম্পাদক: আবু সাঈদ মুহাম্মদ নুন
সংস্কৃতি সম্পাদক: জায়িদ হাসান জোহা
সহসংস্কৃতি সম্পাদক: মো. রাকিবুল ইসলাম
মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা
সহমহিলা সম্পাদক: সামিয়া জাহান
তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব
সহতথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম
সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ
সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর
সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. নয়ন হোসেন
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ
সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু
বাকি তিন পদে অন্যরা:
বাকি তিনটি পদের মধ্যে জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের হ-সভাপতি।