রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

যশোরে বাসের সঙ্গে সংঘর্ষে গেল ইজিবাইক চালকের প্রাণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২:২৮, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৫৭, ১৮ অক্টোবর ২০২৫

যশোরে বাসের সঙ্গে সংঘর্ষে গেল ইজিবাইক চালকের প্রাণ

যশোরের অভয়নগরে একটি বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত ও এক নারী যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালতলা বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত নারী যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নিহত ইজিবাইক চালক আব্দুর রহিম বিশ্বাস (৬২) খুলনার ফুলতলা উপজেলার খাড়াখোলা গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। আহত ইজিবাইক যাত্রী রহিমা বেগম (৬০) একই উপজেলার যুগ্নিপাশা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরগামী গড়াই পরিবহনের খুলনাগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত ও এক বৃদ্ধা নারীযাত্রী আহত হন। দুর্ঘটনার পর বেপরোয়া গতির বাসটি দ্রুত পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন বলেন, সড়ক দুর্ঘটনার আব্দুর রহিম বিশ্বাস নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত এক নারী যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও গড়াই পরিবহনের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। ইজিবাইকের আহত নারী যাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন