নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৪, ১৮ অক্টোবর ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রায় ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
তিনি জানান, আগুন লাগার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন—যাদের অধিকাংশই ফায়ার সার্ভিসের সদস্য। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আহত হন এবং বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ডিসি মহিদুল বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিমানবাহিনী, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন। প্রায় ৫ হাজার সদস্য এখানে নিয়োজিত রয়েছেন।”
তিনি আরও জানান, আগুন কার্গো ভিলেজের ওয়ারহাউসে প্রথমে লাগে এবং পরে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত অনুসন্ধানাধীন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের কারণ জানা যায়নি।
এছাড়া বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির দুটি প্লাটুন।
অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। ঢাকাগামী কয়েকটি ফ্লাইটকে চট্টগ্রাম, সিলেট ও কলকাতার বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।