৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে
শাহজালালে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট ওঠানামা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩৪, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫২, ১৮ অক্টোবর ২০২৫

অবশেষে ৬ ঘণ্টা পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। ধীরে ধীরে চলাচল স্বাভাবিক হচ্ছে। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে দুপুর সাড়ে ৩টা থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে প্রথম ফ্লাইট ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর সোয়া ২টার দিকে শাহজালালের আমদানি কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অংশে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করে। এ ছাড়া সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে দুপুর সাড়ে ৩টা থেকে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এসময় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় দেশি-বিদেশি এক ডজনের বেশি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এর মধ্যে ইউএস–বাংলার ব্যাংকক–ঢাকা ফ্লাইট ও এয়ার অ্যারাবিয়ার শারজাহ–ঢাকা ফ্লাইটসহ ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। ইন্ডিগোর দিল্লি–ঢাকা ফ্লাইট কলকাতায় ডাইভার্ট হয়। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটও অন্যত্র চলে যায়।
এ ছাড়া শাহজালালের ট্যাক্সিওয়েতে অপেক্ষায় ছিল বাটিক এয়ারের কুয়ালালামপুরগামী ও ইন্ডিগোর মুম্বাইগামী ফ্লাইট।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের এক বার্তায় জানানো হয়, রানওয়ে খুলে দেওয়ার পর ঢাকা থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো দ্রুত ফিরে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশের সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটটি রাত ৯টা ৪৮ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রাত ৯টা ৬ মিনিটের পর প্রথমার্ধ ঘণ্টায় তিনটি ফ্লাইট ছাড়ে এবং ধীরে ধীরে আকাশপথে স্বাভাবিকতা ফিরতে থাকে। তবে রাত ১০টা পর্যন্তও বিমানবন্দরের ভেতরে যাত্রীদের ভিড় এবং কিছুটা বিশৃঙ্খলা দেখা যায়।
রাত ৯টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাত ৯টা থেকে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে।”
যাত্রী ও সাধারণ মানুষের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।