রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

এবার ব়্যাম্পে ‘শো-স্টপার’ বলিউডের ‘ভাইজান’

জীবনযাপন ডেস্ক 

প্রকাশ: ২৩:৪৩, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৮, ১৯ অক্টোবর ২০২৫

এবার ব়্যাম্পে ‘শো-স্টপার’ বলিউডের ‘ভাইজান’

সবাইকে অবাক করে ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাডনিসের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠান "ভিনটেজ ইন্ডিয়া’" থিমে আয়োজিত ফ‍্যাশন শো'র র‍্যাম্পে হাজির হলেন বলিউড ‘ভাইজান’ খ‍্যাত সালমান খান।

সালমান খানকে র‍্যাম্পে হাঁটতে দেখাটা গোটা বলিউডের কাছেই বেশ অবাক করার মতো ঘটনা। ঠিক এই ঘটনাই ঘটল গত মঙ্গলবার সন্ধ্যায়। ডিজাইনার বিক্রম ফাডনিস আয়োজিত ফ‍্যাশন শো'র র‍্যাম্পে হাজির হয়ে দর্শকদের চমকে দিলেন সালমান খান। মুম্বাইয়ে আয়োজিত গালা ইভেন্টে ‘ভাইজান’ ছিলেন 'শো-স্টপার'।

বিক্রম ফাডনিসের এই গ্র্যান্ড ইভেন্টে শতাধিক মডেল ডিজাইনারের অসাধারণ সৃষ্টি তুলে ধরেন। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সালমান খানের উপস্থিতি। একটি কালো কুর্তা-পাজামার উপরে লম্বা শেরওয়ানি-স্টাইলের জ্যাকেট পরেছিলেন তিনি। রাজকীয় সিল্কের তৈরি এই জ্যাকেটের কাঁধ, বুক এবং হাতায় ছিল বিক্রম ফাডনিসের সিগনেচার স্টাইলে সোনালী ও মেরুন রঙের সূক্ষ্ম ফ্লোরাল এমব্রয়ডারি।

ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সালমানের সঙ্গে তার পুরনো সহ-অভিনেত্রীদের দেখা হওয়া। অনুষ্ঠানের একটি ক্লিপে দেখা যায়, অভিনেত্রী বিপাশা বসু, সুস্মিতা সেন এবং আমিশা প্যাটেলের সঙ্গে কথা বলছিলেন এবং একে অপরকে জড়িয়ে ধরছিলেন সালমান খান। 

বহু বছরের পুরোনো সম্পর্ক ডিজাইনারের সঙ্গে তার। এ বিষয়ে সালমান বলেন, "আমি বিক্রমকে বহু বছর ধরে চিনি, সে আমার অনেক ছবির সঙ্গে যুক্ত ছিল এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে তার সঙ্গে। তাকে ৩৫ বছর পূর্ণ করতে দেখা এবং এই উদযাপনের অংশ হতে পারাটা সত্যিই বিশেষ অনুভূতি।"

এই ফ্যাশন গালায় সালমান খান ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, জেনেলিয়া দেশমুখ, রিতেশ দেশমুখ, জারিন খান, সুহানা খানসহ বলিউডের আরও অনেক তারকা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন