সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর র‌্যাম্প মডেল রেশমা কুরেশি

রাজীব শাঁখারী

প্রকাশ: ২১:১৯, ৭ ডিসেম্বর ২০২৫

হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর র‌্যাম্প মডেল রেশমা কুরেশি

হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর র‌্যাম্প মডেল রেশমা কুরেশি। ছবি: সংগৃহীত

সময়টা ছিল ২০১৪ সালের ১৯ মে। ১৭ বছরের এক ফুটফুটে কিশোরীর নাম রেশমা কুরেশি। মুম্বাইয়ের ট্যাক্সি চালকের ছোট মেয়ে কুরেশি। ছোটবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখতেন। ঐদিন তিনি আলিম পরীক্ষা দিতে এলাহাবাদে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তার বড় বোন গুলশন।

ট্রেনের কামরায় বসে রেশমা যখন বইয়ের পাতায় মুখ গুঁজে পড়ছিলেন, তখনই স্টেশনের ভিড়ের মধ্যে মিশে ছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তার দুলাভাই দলবল নিয়ে অ্যাসিডের বোতল হাতে অপেক্ষা করছিল।

টার্গেট রেশমার দিদি গুলশন। কিন্তু ভিড়ের মধ্যে তারা গুলিয়ে ফেলে দুইবোনের মধ্যে। ভুল করে রেশমার ওপর ঝাঁপিয়ে পড়ে তারা।

হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর র‌্যাম্প মডেল রেশমা কুরেশি। ছবি: সংগৃহীত

রেশমার মুখের ওপর তারা ছুঁড়ে মারে হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড। মুহূর্তের মধ্যে জ্বলে উঠল রেশমার কোমল ফর্সা চামড়া, গলে গেল একটি চোখ। যন্ত্রণায় ছটফট করতে করতে প্ল্যাটফর্মে লুটিয়ে পড়লেন রেশমা। তখন তার জীবনটাই যেন অন্ধকারে শেষ হয়ে গেল। এক পলকে চুরমার হয়ে গেল তার সব স্বপ্ন।

হাসপাতালে জ্ঞান ফেরার পর রেশমা আয়নায় নিজেকে দেখে চিৎকার করে ওঠে। অ্যাসিডে ঝলসানো মুখ দেখে চিনতে পারেননি নিজেকে। তার সুন্দর মুখটা হয়ে গিয়েছিল বীভৎস গলিত এক মাংসপিণ্ড। এক চোখ নষ্ট হয়ে গেছে, অন্য চোখ দিয়েও ঝাপসা দেখছেন। তার মনে হয়েছিল, এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আত্মহত্যার কথাও ভেবেছিলেন অনেক বার।

হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর র‌্যাম্প মডেল রেশমা কুরেশি। ছবি: সংগৃহীত

কিন্তু রেশমাতো হার মানার মেয়ে নন। তিনি ঠিক করলেন, যে সমাজ তাকে ‘কুৎসিত’ বলে দূরে ঠেলে দিচ্ছে, সেই সমাজকেই তিনি দেখিয়ে দেবেন আসল সৌন্দর্য্য কী। তিনি যোগ দিলেন 'মেক লাভ নট স্কার্স' নামে এক এনজিও-তে। শুরু করলেন এক নতুন ধারার লড়াই।

ইউটিউবে বিউটি টিউটোরিয়াল বা মেকআপ ভিডিও বানাতে শুরু করলেন তিনি। কিন্তু তার ভিডিওগুলো ছিল সাধারণ মেকআপ ভিডিওর থেকে ভিন্ন। তিনি লিপস্টিক বা আইলাইনার লাগাতে লাগাতে বলতেন, "লিপস্টিক যেমন সহজে পাওয়া যায়, অ্যাসিডও বাজারে তেমনই সহজে পাওয়া যায়। দয়া করে অ্যাসিড বিক্রি বন্ধ করুন।"

তার এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল দাবানলের মতো। নিউ ইয়র্ক টাইমস, বিবিসির মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো সকলেই রেশমার সাহসিকতার গল্প তুলে ধরল। এর ফলে ২০১৬ সালে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। নিউ ইয়র্ক ফ্যাশন উইক-এ আমন্ত্রণ পেলেন রেশমা। আমন্ত্রণ পত্রে রেশমাকে ‘স্পেশাল র‌্যাম্প মডেল’ হিসেবে সম্বোধন করা হয়।

হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর র‌্যাম্প মডেল রেশমা কুরেশি। ছবি: সংগৃহীত

একদিন যে মেয়েটিকে সবাই বলেছিল মুখ ঢেকে রাখতে, সেদিন সেই মেয়েটিই বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো-এর র‍্যাম্পে হাঁটলেন ‘স্পেশাল র‌্যাম্প মডেল’ হিসেবে। পরনে ক্রিম রঙের গাউন, মুখে আত্মবিশ্বাসের হাসি। তিনি প্রমাণ করলেন, সৌন্দর্য চামড়ায় নয়, থাকে সাহসে।

রেশমা কুরেশি আজ শুধু একজন মডেল নন, তিনি হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর। তিনি আজ আর আয়নায় নিজেকে দেখে ভয় পান না। তিনি বলেন, "আমার মুখ নষ্ট হয়েছে, কিন্তু আমার স্বপ্ন নয়।" তার লড়াই আজও চলছে, অ্যাসিড বিক্রি বন্ধের দাবিতে, অ্যাসিড আক্রান্তদের অধিকার আদায়ের জন্য।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু