সালমান খানের দাবি, রণবীর-সোনমকে সহকারী হিসেবে দেখতেন বানশালি
সালমান খান জানালেন, সঞ্জয় লীলা বানশালি ‘সাওয়ারিয়া’ ছবির শুটিং চলাকালে নবাগত রণবীর ও সোনম কাপুরকে সহকারীর মতো ব্যবহার করতেন। ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল এবং রণবীর-সোনমের প্রথম সিনেমা হিসেবেই ইতিহাসে স্থান পায়, যদিও বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি।