সালমান খানের ফার্ম হাউসের অন্দরের রহস্য ফাঁস করলেন শেহনাজ গিল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:২৬, ১২ নভেম্বর ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক সালমান খান এবং অভিনেত্রী শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক সালমান খান বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে যেমন প্রতিদিন ভক্তদের ভিড় লেগে থাকে, তেমনি ভাইজানের মুম্বাইয়ের উপকণ্ঠে অবস্থিত খামারবাড়ি নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সেই ফার্ম হাউসের অন্দরের নানা অজানা গল্প প্রকাশ করেছেন অভিনেত্রী শেহনাজ গিল।
‘বিগ বস ১৩’-এর পর থেকেই সালমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শেহনাজ গিল। সালমানের প্রযোজনায় তৈরি ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ বলেন, “আমরা ছবির শুটিংয়ের সময় সালমান স্যারের ফার্ম হাউসে গিয়েছিলাম। দুই-এক দিন থেকেছিলামও। সেখানে সত্যিই খুব মজা করেছিলাম।”
অভিনেত্রীর ভাষায়, সালমানের ফার্ম হাউস যেন এক রোমাঞ্চভরা পৃথিবী। “ওখানে অনেক বাইক আর এটিভি গাড়ি আছে। আমরা বাইকে চড়ে চারপাশে ঘুরে বেড়াতাম। সন্ধ্যায় পার্টিও হত। তবে সালমান স্যার পার্টিতেও সব সময় কাজের কথা বলতেন। লড়াইয়ের দৃশ্য কেমন করে দিতে হয়, অভিনয়ে কীভাবে বাস্তবতা আনতে হয়—এসব নিয়েই তার আলাপ চলত।”
শুধু সিনেমা নয়, কৃষিকাজেও সালমানের গভীর আগ্রহের কথা জানালেন শেহনাজ। তিনি বলেন, “স্যার গাছ থেকে ফল পাড়েন, জমিতে কাজ করেন। একদম দেশি মাটির মানুষ তিনি। সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করেন। আসলেই তিনি মাটিতে পা রেখে চলা একজন বড় তারকা।”
শেহনাজের মুখে সালমানের এই সরল ও কর্মঠ চিত্র এক নতুনভাবে তুলে ধরেছে বলিউড সুপারস্টারের ব্যক্তিজীবন। ফার্ম হাউসের বিলাসী আড়ালে যে রয়েছে এক নিরহংকারী, পরিশ্রমী ও দেশপ্রেমিক মানুষ—সেই বার্তাই যেন পৌঁছে দিলেন শেহনাজ গিল।
