ব্যাড বান্নির ঐতিহাসিক জয়: বছরসেরা অ্যালবামের জন্য ল্যাটিন গ্র্যামি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৩৩, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৬, ১৪ নভেম্বর ২০২৫
পুয়ের্তো রিকোর সুপারস্টার ব্যাড বান্নি। ছবি: গেটি ইমেজেস
ল্যাটিন সংগীত দুনিয়ায় আবারও ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর সুপারস্টার ব্যাড বান্নি। তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ডেবি টিরার ম্যাস ফটোজ জিতেছে ২০২৫ সালের ল্যাটিন গ্র্যামি ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার। এই বছর সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে আগেই আলোচনায় ছিলেন তিনি।
মালুমার ঘোষণার পর স্টেডিয়ামজুড়ে করতালির ঝড় উঠলেও ব্যাড বান্নি মাথা নিচু করে শান্তভাবে হাততালি দিয়ে বিজয় গ্রহণ করেন।
পরে মঞ্চে উঠে আবেগঘন কণ্ঠে বলেন—“আবারও ঈশ্বরকে ধন্যবাদ… মা–বাবা, তোমাদের ভালোবাসি। আমার ভাই-বোনদের জন্যও ভালোবাসা। সংগীত আমাকে বাঁচিয়ে রাখে।”
ধন্যবাদ জ্ঞাপনের এক পর্যায়ে নিজের দেশ পুয়ের্তো রিকোসহ পুরো লাতিন আমেরিকার তরুণদের উদ্দেশে তিনি বলেন—
“যতটা সম্ভব ভালোবাসো। কখনও স্বপ্ন দেখা থামাবে না। তুমি কোথা থেকে এসেছ তা মনে রেখো, সেখান থেকেই তোমার পথ শুরু। দেশভক্তি দেখানোর অনেক পথ আছে—আমরা তা সংগীত দিয়ে করি।”
রাতের প্রথম পুরস্কারও তার ঝুলিতে
অ্যালবাম অব দ্য ইয়ার ছাড়াও ব্যাড বান্নি পেয়েছেন রাতের প্রথম পুরস্কার—
‘বেস্ট আরবান মিউজিক অ্যালবাম’—একই অ্যালবামের জন্য।
পুরস্কার গ্রহণ করে তিনি বলেন—
“এখনো প্রথমবারের মতোই নার্ভাস লাগে। এর মানে হচ্ছে, আমি যা করি সেটা আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ।”
২০২৫ সালে ল্যাটিন গ্র্যামিতে ব্যাড বান্নির এই জয় আবারও প্রমাণ করলো—লাতিন মিউজিক এখন শুধু আমেরিকার নয়, বরং পুরো বিশ্বের ট্রেন্ডসেটার শক্তি।
