সালমানের বাড়িতে গুলি: বিষ্ণোইয়ের ভাই আনমোল গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:৫০, ২০ নভেম্বর ২০২৫
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনাসহ কমপক্ষে ৩১টি ভয়ংকর অপরাধে অভিযুক্ত ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই অবশেষে ভারতীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণের পর দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণমাত্রই তাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। পরে আদালত তাকে ১১ দিনের হেফাজত মঞ্জুর করে।
যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে গ্রেফতার হওয়া আনমোলের বিরুদ্ধে ভারতের নানা রাজ্যে অন্তত ৩১টি মামলা রয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগগুলো হলো—
পাঞ্জাবি তারকা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যা পরিকল্পনায় সম্পৃক্ততা
বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানো ঘটনায় নেতৃত্বদান
গত বছরের এপ্রিল মাসে মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুটি মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়। পুলিশের তদন্তে উঠে আসে, হামলার পরিকল্পনা ও নির্দেশদাতা ছিলেন আনমোল বিষ্ণোই।
পুলিশ জানায়, ২০২২ সালে ভারত থেকে পালানোর পর আনমোল প্রথমে নেপাল, পরে দুবাই ও কেনিয়া হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়। সেখান থেকেই সে দেশের বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ রেখে আসছিল।
আনমোল হলেন ভারতের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই। বিভিন্ন চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, টার্গেট কিলিং ও সেলিব্রিটিদের ওপর হামলার বড় বড় অভিযানে তারা জড়িত বলে তদন্তে উঠে এসেছে।
