১৮ বছর পর একসঙ্গে সালমান ও গোবিন্দ: ফিরছে ‘পার্টনার’ জুটির জাদু!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:২৮, ২৯ অক্টোবর ২০২৫
বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘পার্টনার’–এর কথা এখনো ভোলেননি দর্শকরা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান খান ও গোবিন্দর অন-স্ক্রিন বন্ধুত্ব বলিউডের অন্যতম প্রিয় জুটিতে পরিণত হয়েছিল। সেই দুই কিংবদন্তি অভিনেতা ১৮ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন—এমন খবরেই উত্তেজনায় ভরপুর সিনেপ্রেমীরা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সূত্র জানিয়েছে, সালমান ও গোবিন্দ সত্যিই একটি নতুন চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, “সিনেমাটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি হবে একটি দুর্দান্ত কমেডি প্রজেক্ট। ভক্তদের জন্য অপেক্ষা করছে এক নস্টালজিক পুনর্মিলন।”
২০০৭ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘পার্টনার’ বক্স অফিসে বিপুল সাফল্য পায়। সেই সিনেমায় তাদের অসাধারণ রসায়ন ও কমিক টাইমিং দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। এরপর দীর্ঘ ১৮ বছর কেটে গেলেও এই জুটির জনপ্রিয়তা আজও অমলিন।
সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’–এর একটি পর্বে সালমান খান ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই গোবিন্দর সঙ্গে দেখা হতে পারে। প্রথমে অনেকে ভেবেছিলেন, হয়তো বিগ বস–এর সেটেই অতিথি হিসেবে দেখা দেবেন গোবিন্দ। কিন্তু সর্বশেষ তথ্য বলছে, এটি একটি নতুন সিনেমা প্রকল্পই হতে চলেছে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুই তারকার ভক্তরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই আশা করছেন, সালমান–গোবিন্দ জুটির এই পুনর্মিলন বলিউডকে উপহার দেবে আরেকটি সুপারহিট কমেডি সিনেমা, যা ‘পার্টনার’-এর জাদুকেও ছাড়িয়ে যেতে পারে।
