বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

শান্তি বজায় রাখতে ঐকমত্য

এলএসি নিয়ে ইতিবাচক আলোচনায় ভারত-চীন 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:০৯, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:১০, ২৯ অক্টোবর ২০২৫

এলএসি নিয়ে ইতিবাচক আলোচনায় ভারত-চীন 

প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-এর পশ্চিমাঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে ভারত ও চীন। গত ২৫ অক্টোবর শনিবার, লাদাখের মোলদো–চুশুল সীমান্ত বৈঠক পয়েন্টে দুই দেশের সেনাপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত হয় এই বৈঠক।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি ছিল “ইতিবাচক ও সবিস্তার”— উভয় দেশই আলোচনার মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, ২৫ অক্টোবর অনুষ্ঠিত এই বৈঠক ছিল ভারত-চীনের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের ২৩তম দফার বৈঠক।

চার বছরেরও বেশি সময় পর ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। কোভিড-১৯ মহামারির আগে ২০২০ সালের শুরুর দিকে চালু থাকা পরিষেবা সীমান্ত উত্তেজনার কারণে স্থগিত ছিল।

সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ইন্ডিগো এয়ারলাইনস ২৬ অক্টোবর থেকে কলকাতা–গুয়াংজু রুটে দৈনিক, বিরতিহীন ফ্লাইট চালু করেছে। কলকাতায় নিযুক্ত চীনের উপ-কনসাল জেনারেল কিন ইয়ং এই পুনরায় সংযোগকে “দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন” বলে অভিহিত করেছেন।

২০২০ সালের এপ্রিল মাসে পূর্ব লাদাখ সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশের অভিযোগ তোলে ভারত। সেই বছর ১৫ জুন গলওয়ান উপত্যকায় সংঘর্ষে নিহত হন ২০ জন ভারতীয় সেনা, পাল্টা হামলায় নিহত হন কয়েকজন চীনা সৈন্যও। এর পর থেকেই সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা দেখা দেয়।

২০২৪ সালের অক্টোবর মাসে দুই দেশ সীমান্তে উত্তেজনা হ্রাসে একমত হয়, যা বর্তমান আলোচনার ভিত্তি তৈরি করে দিয়েছে।

গত আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে চীনের তিয়ানজিন সফর করেন— গলওয়ান ঘটনার পর তার এটি প্রথম চীন সফর।

সেই বৈঠকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ভারত-চীন সম্পর্কের প্রশংসা করে বলেছিলেন, “ড্রাগন ও হাতি একত্রিত হলে, গোটা এশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে।”

বর্তমান কমান্ডার-স্তরের বৈঠককে বিশ্লেষকরা সেই বার্তার ধারাবাহিকতাই মনে করছেন— সীমান্তে স্থিতিশীলতা বজায় রেখে পারস্পরিক আস্থা গড়ে তোলার এক নতুন প্রচেষ্টা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দলের গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন: কমিশনের সুপারিশে ‘জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই’
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ- ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া প্রতারণা
ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল, থাকছে নভেম্বরে গণভোটের দাবি
গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার
নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দলের জন্য ৭ কঠোর নির্দেশনা
মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের রুল
এলএসি নিয়ে ইতিবাচক আলোচনায় ভারত-চীন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিতে পঞ্চম দিনের শুনানি চলছে
তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের