বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

একই মঞ্চে তিন দিনে ‘খনা’র চার প্রদর্শনী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:৩৯, ২৯ অক্টোবর ২০২৫

একই মঞ্চে তিন দিনে ‘খনা’র চার প্রদর্শনী

তিন দিনে টানা চারটি প্রদর্শনী হতে যাচ্ছে বটতলার অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘খনা’ নাটকের। নির্দেশক মোহাম্মদ আলী হায়দার পরিচালিত এই নাটকটির ৯৫ থেকে ৯৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই আয়োজনে।

বটতলা জানিয়েছে, আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।

নির্দেশক মোহাম্মদ আলী হায়দার বলেন, “এটা এমন এক আখ্যানের মঞ্চকৃতি, যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। প্রজন্মান্তরে চলা কৃষিজ্ঞান ও প্রজ্ঞার উৎস খনার নামেই বহমান। সেই খোঁজে নাটকটি চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে এক ছোট্ট উঠানে—যেখানে দর্শকরা জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখোমুখি হন।”

‘খনা’ নারী ও শ্রেণির প্রশ্নে ক্ষমতার কাঠামোকে নতুন করে ভাবতে শেখায়। আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে সহস্র দর্শকের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে এর ৯৪টি প্রদর্শনী দেশে-বিদেশে দর্শকপ্রিয়তা কুড়িয়েছে।

স্টুডিও থিয়েটার হলে টানা তিন দিন ৪টি প্রদর্শনীতে শিক্ষার্থীদের জন্য টিকিটে থাকছে ৫০% ছাড়। আগ্রহীরা অনলাইনে টিকিট বুক করতে পারবেন নির্ধারিত লিঙ্কে ক্লিক করে।

নাটকটির রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনা মোহাম্মদ আলী হায়দার, মঞ্চ ও আলো আবু দাউদ আশরাফী, সংগীতে ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল, পোশাকে তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান, প্রপস হুমায়রা আখতার, কোরিওগ্রাফিতে নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মদ রাফী।

মঞ্চে থাকছেন সামিনা লুৎফা নিত্রা, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, মোহাম্মদ আলী হায়দার, তৌফিক হাসান, মিজানুর রহমান, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, লায়েকা বশীর, পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, বাকেরুল ইসলাম, রেওয়াজ, সৃষ্টি ও পুঁথি প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দলের গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন: কমিশনের সুপারিশে ‘জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই’
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ- ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া প্রতারণা
ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল, থাকছে নভেম্বরে গণভোটের দাবি
গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার
নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দলের জন্য ৭ কঠোর নির্দেশনা
মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের রুল
এলএসি নিয়ে ইতিবাচক আলোচনায় ভারত-চীন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিতে পঞ্চম দিনের শুনানি চলছে
তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের