বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

দেশের নদী ও মাছ রক্ষায় দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ 

ইলিশ প্রজননে ড্রেজিং হবে নিয়ন্ত্রিতভাবে — নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৮:০৯, ২৯ অক্টোবর ২০২৫

ইলিশ প্রজননে ড্রেজিং হবে নিয়ন্ত্রিতভাবে — নৌপরিবহন উপদেষ্টা

দেশের নদী ও মৎস্য সম্পদ রক্ষায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বৈঠকে ফরিদা আখতার বলেন, `ইলিশসহ দেশীয় মাছের প্রজনন বৃদ্ধির জন্য নদীর নাব্যতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডুবোচর ও অতিরিক্ত পলি জমে মাছের প্রজনন ব্যাহত হয়। নিষিদ্ধ সময়ে ড্রেজিং কার্যক্রম বন্ধ রাখলে মাছের বংশবৃদ্ধিতে সহায়ক পরিবেশ তৈরি হবে।‘ তিনি আরও বলেন, নদী দূষণ ও নির্বিচারে ড্রেজিং এখন মাছের উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই নৌপরিবহন, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি।

নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, `বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। ইলিশ আমাদের জাতীয় সম্পদ এবং রপ্তানিযোগ্য একটি গুরুত্বপূর্ণ পণ্য। ইলিশ সংরক্ষণে নৌপরিবহন মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।‘

তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে বিআইডব্লিউটিএ অগ্রাধিকার ভিত্তিতে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি, ইলিশ ও জাটকা সংরক্ষণের নিষিদ্ধ সময়সূচি আগে থেকেই অবহিত করা হলে সে সময়ে ড্রেজিং কার্যক্রম স্থগিত রাখা হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মৎস্য সম্পদ সংরক্ষণে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা যৌথভাবে সমীক্ষা চালাবেন। এছাড়া, মৎস্যখাতে নিয়োজিত অস্থায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মসংস্থান নিরাপত্তা নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হবে।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ারা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি চেয়ারম্যান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন