বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

ইমাম-খতিব সমাজে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ২০:৩২, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৭, ২৯ অক্টোবর ২০২৫

ইমাম-খতিব সমাজে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদের মানবতার কল্যাণে কাজ করতে, ন্যায় প্রতিষ্ঠা ও শান্তি বজায় রাখতে শিক্ষা দেয়। সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব ইমাম-খতিবদের মাধ্যমেই। কারণ, ইমাম-খতিবরা সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান ব্যক্তি। তাদের নেতৃত্বের মাধ্যমেই সমাজে আলো ছড়িয়ে পড়ে, যা অনেক সময় রাজনীতিবিদের পক্ষেও কঠিন হয়ে দাঁড়ায়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত ‘ইমাম-খতিব কনফারেন্সে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সম্মেলনের আয়োজন করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, লক্ষ্মীপুর জেলা শাখা।

এ্যানি বলেন, ‘ইমামরা সেই প্রজ্ঞাবান ব্যক্তি, যিনি সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন আলোর দিশা দেখান। আপনারাই সমাজের সম্মানিত শ্রেণি। সাম্প্রতিক বছরগুলোতে যেমন বাধাগ্রস্ত হয়েছেন, আলো ছড়াতে পারেননি, আমরাও রাজনীতিক হিসেবে একইভাবে সীমাবদ্ধ ছিলাম। তাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন সূচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের গণতন্ত্র ও সামাজিক উন্নয়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের লক্ষ্য এক—একটি সুন্দর, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ গড়া।’

বিএনপির এই নেতা বলেন, এখন সময় চ্যালেঞ্জিং। মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রতিটি প্রান্তে মনে হয় যেন মাদক কোনো ‘এজেন্সি’ হয়ে কাজ করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অভিশাপ থেকে মুক্ত হতে হবে।

তিনি বলেন, ‘রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কার যতই হোক, যদি সমাজে ইজ্জত ও সম্মান না থাকে, সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ না থাকে, তাহলে উন্নয়ন টেকসই হবে না।’

ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা মুজাহিদুল হক সভাপতিত্ব করেন। প্রধান মেহমান ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হারুন আল মাদানী এবং প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মুফতি শরীফ উল্লাহ তারেকী (মহাসচিব, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন),

এ আর হাফিজ উল্যা (জেলা সেক্রেটারি, জামায়াতে ইসলাম) ও জহির উদ্দিন (জেলা সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ)। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্যা। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন