একনলা বন্দুকসহ অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০:২১, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:২৯, ২৯ অক্টোবর ২০২৫
দেশীয় একটি একনলা বন্দুকসহ অস্ত্র মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তি হলেন কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছমুদা বড় বাড়ির মৃত আবদুল জলিলের ছেলে মনিরুল হক।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মনিরুল হকের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুল হককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং তার সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
