সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ঘর্ষণ
লন্ডনগামী ফ্লাইট বিলম্বিত
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৪, ২৯ অক্টোবর ২০২৫
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষণের শিকার হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঘটনার কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিমানটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলাকালে বোর্ডিং ব্রিজ সরে আসার সময় বিমানের এক ইঞ্জিনের সঙ্গে ঘর্ষণ লাগে। এতে বিমানের সামান্য ক্ষতি হয়।
তিনি বলেন, ‘যেহেতু এটি দূরপাল্লার ফ্লাইট, তাই নিরাপত্তার স্বার্থে পুরো বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিকল্প একটি বিমান দুপুর আড়াইটায় লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে।’
ওই ফ্লাইটে মোট ২৬২ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
