বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

নির্বাচন বানচালে বড় শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৭:৫৪, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:১৭, ২৯ অক্টোবর ২০২৫

নির্বাচন বানচালে বড় শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তিগুলো সক্রিয় হতে পারে। তিনি জানান, এটি কোনো সাধারণ নির্বাচন নয়—এই ভোট হবে অত্যন্ত চ্যালেঞ্জিং।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে। হঠাৎ করে আক্রমণও আসতে পারে। তবে যত ঝড়ঝাপ্টাই আসুক, আমাদের তা মোকাবিলা করতে হবে।’

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ভুয়া এআই ভিডিও-ছবি তৈরি করে প্রচার চালানো হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ‘একটা অপপ্রচার রচনা হওয়া মাত্রই সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।’

নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, ভোটের নিয়ম, ভোটকেন্দ্রের বিধি, এবং বিশৃঙ্খলার সময় করণীয় বিষয় নিয়ে বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করতে হবে। এই কনটেন্টগুলো দ্রুত ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের নির্দেশও দেন তিনি, যাতে ভোটাররা নিজেরাই প্রস্তুত হতে পারেন। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন