বিসিএসের প্রাথমিক হিসাব
শাহজালাল বিমানবন্দরের পুড়েছে ৩৫ কোটি টাকার হার্ডওয়্যার পণ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৬, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০৪, ২৯ অক্টোবর ২০২৫
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে দেশের তথ্যপ্রযুক্তি ও হার্ডওয়্যার খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) জানিয়েছে, সদস্য প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য পুড়ে নষ্ট হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। তবে প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিসিএসের জরুরি জরিপে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, ডেটাটেক কম্পিউটার, নিউটেক টেকনোলজি, দিহান এন্টারপ্রাইজ এবং রিভ সিস্টেমস। এসব প্রতিষ্ঠানের দেশীয় বাজারে সরবরাহের জন্য আমদানিকৃত পণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে, ফলে দেশের আইসিটি সরবরাহ শৃঙ্খল সাময়িকভাবে ভেঙে পড়েছে।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এই দুর্ঘটনা শুধু সদস্য প্রতিষ্ঠানের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং পুরো আইসিটি খাতের জন্য একটি বড় ধাক্কা। আমদানিকৃত পণ্য দেশে পৌঁছানোর পর এমন দুর্ঘটনা প্রযুক্তি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।’
তিনি ভবিষ্যতে এমন ঘটনা রোধে বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় আনসার বাহিনীর ২৫ জনসহ ৩৫ জন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে।
