বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

কসোভোর সহায়তায় রোহিঙ্গা শিশুদের শিক্ষার নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৪, ২৯ অক্টোবর ২০২৫

কসোভোর সহায়তায় রোহিঙ্গা শিশুদের শিক্ষার নতুন উদ্যোগ

বাংলাদেশ ও কসোভোর মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নতুন এক সহযোগিতা স্মারক (MoC) সই হয়েছে। এই চুক্তির আওতায় কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষামূলক সহায়তা প্রদান করবে কসোভো সরকার।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিতিতে অ্যাসোসিয়েশন ফর সোশিও–ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (এএসইএবি)–এর নির্বাহী পরিচালক মাহফুজা খানমের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

কসোভো দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অংশীদারিত্বের আওতায় কসোভো কক্সবাজারের কমিউনিটি লার্নিং সেন্টারগুলোতে স্কুল বেঞ্চ, ব্যাগ ও পানির পাত্র সরবরাহ করবে। পাশাপাশি রোহিঙ্গা শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়নে পাঁচ হাজার ইউরো আর্থিক সহায়তা দেবে দেশটি।

রাষ্ট্রদূত প্লানা বলেন, “রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা প্রশংসনীয়। বাস্তুচ্যুত শিশুদের জীবনে শিক্ষা আশার সেতু হিসেবে কাজ করবে, কসোভো তাদের পাশে থাকবে।”

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, “কসোভোর এই উদার সহায়তা মানবিক সংকটে তাদের সহানুভূতি ও দায়িত্ববোধের পরিচায়ক।”

এএসইএবির নির্বাহী পরিচালক মাহফুজা খানম বলেন, “এই সহযোগিতা কেবল আর্থিক নয়—এটি মানবতা, মর্যাদা ও আশার প্রতিশ্রুতি।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই উদ্যোগ মানবিক মূল্যবোধ, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি দুই দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায় এবং বাংলাদেশ–কসোভো সম্পর্ককে আরও দৃঢ় করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন