বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

আয়োজক শিক্ষককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা

ঢাবিতে ডায়ালগ বর্জন ছাত্র সংসদ নেতাদের

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮:১৪, ২৯ অক্টোবর ২০২৫

ঢাবিতে ডায়ালগ বর্জন ছাত্র সংসদ নেতাদের

আয়োজক শিক্ষকের বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ অ্যাখা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত ‘ইয়ুথ পলিসি ডায়ালগ অন দ্য জুলাই চার্টার’ অনুষ্ঠান বর্জন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ছাত্র সংসদের প্রতিনিধিরা। 

তাদের অভিযোগ, আয়োজক অধ্যাপক মুহাম্মদ আইনুল ইসলাম অতীতে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ হিসেবে ভূমিকা রেখেছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের গণতন্ত্র চর্চা কেন্দ্র মিলনায়তনে এ ঘটনা ঘটে।

‘গণতন্ত্র চর্চা কেন্দ্র’ নামের গবেষণাকেন্দ্রটি এই পলিসি ডায়ালগের আয়োজন করে। অধ্যাপক মুহাম্মদ আইনুল ইসলাম কেন্দ্রটির পরিচালক ও ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। অনুষ্ঠানটি তিনি নিজেই সঞ্চালনা করছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুর রহমান এবং নেদারল্যান্ডসের আইডিয়া ইন্টারন্যাশনালের প্রতিনিধি সুমিত। সুমিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ছাত্র সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাঈদ বিন হাবিব এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ মাইক নিয়ে বক্তব্য দিতে উঠে পড়েন। এসময় তিনি বলেন, “আজকের অনুষ্ঠানটি জুলাই সনদকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে। কিন্তু জুলাইয়ের বিপক্ষে থাকা কোনো শিক্ষক যদি এখানে থাকেন, সেটা অনভিপ্রেত। অধ্যাপক আইনুল ইসলাম অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন— আমাদের কাছে এর প্রমাণ আছে। তাই আমরা এই অনুষ্ঠান বর্জন করছি।”

এ সময় উপস্থিত এক শিক্ষার্থী নওশীন আনজুম বলেন, “আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, আর সেই সময়ে আইনুল স্যার আমাদের অনেকভাবে সহযোগিতা করেছেন।”

জবাবে এস এম ফরহাদ বলেন, “আওয়ামী লীগ যখন শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেখানে তার স্বাক্ষর ছিল। এটি আমাদের জন্য লজ্জার বিষয়।”

এরপর ডাকসুর জিএস এস এম ফরহাদ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের নিয়ে মিলনায়তন ত্যাগ করেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মুহাম্মদ আইনুল ইসলাম বলেন, “আমি কখনোই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিইনি, দলে আমার কোনো পদও ছিল না। এটা কেউ প্রমাণ করতে পারবে না। আমার মনে হয়, তারা কারও দ্বারা বিভ্রান্ত হয়েছেন। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন