বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারিতেই

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৯:৪৭, ২৯ অক্টোবর ২০২৫

আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারিতেই

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতিই বহাল থাকছে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভর্তি পরীক্ষার দাবি উঠলেও, শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে এবারও লটারি পদ্ধতিতেই ভর্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাধ্যমিক বিভাগ, মাউশি এবং ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘সার্বিক দিক বিবেচনায় ২০২৬ শিক্ষাবর্ষেও লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। শিগগিরই ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে, যাতে আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও লটারি আয়োজনের নির্দেশনা থাকবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষা বাদ দিয়ে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও ঝামেলামুক্তভাবে সম্পন্ন হচ্ছে। ফলে এবারও একই ব্যবস্থা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞদের একাংশ এই সিদ্ধান্তকে শিক্ষার্থীর মানসিক চাপ কমানোর ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তবে কেউ কেউ মনে করছেন, ভর্তি পরীক্ষার বিকল্প কোনো মান যাচাই পদ্ধতি না থাকলে মেধা যাচাই প্রক্রিয়া সীমিত হয়ে যেতে পারে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন