সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

তিন দফা দাবিতে ঢাবির প্রশাসনিক ভবন ঘেরাও ডাকসু নেতাদের

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩:২১, ২৭ অক্টোবর ২০২৫

তিন দফা দাবিতে ঢাবির প্রশাসনিক ভবন ঘেরাও ডাকসু নেতাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তহবিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, স্বচ্ছ বাজেট প্রণয়ন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত- তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন ডাকসু ও হল সংসদের নেতারা।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ডাকসু ও হল সংসদের নেতারা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কক্ষে স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, “বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবস্থায় স্বচ্ছতা না থাকায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। বাজেট হস্তান্তর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা চাই টোকাই ও মাদকচক্রমুক্ত নিরাপদ ক্যাম্পাস।”

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও বাজেট হস্তান্তর হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসছে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৩ আগস্ট কোষাধ্যক্ষ অফিসের কর্মকর্তা রুহুল আমিন খুনি হাসিনার পক্ষে মিছিল করেছিলেন। এখনো তিনি অফিসে কর্মরত আছেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জাজনক।”

পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত দাবি পূরণে পদক্ষেপ নিক। নয়তো আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এসময় ঢাবির সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ডাকসুর তিন দফা দাবির মধ্যে রয়েছে-

১. ডাকসু ও হল সংসদ ফি বাবদ সংগৃহীত অর্থ হস্তান্তর ও পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে স্বচ্ছ বাজেট প্রণয়ন।
২. ক্যাম্পাস থেকে ভবঘুরে, টোকাই ও মাদকচক্র নির্মূল করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
৩. জুলাই গণ–অভ্যুত্থানবিরোধী মিছিলে অংশ নেওয়া প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণ ও বিচার দাবি।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’