এল ক্লাসিকো জয়ে রাজকীয় প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩:৫৯, ২৭ অক্টোবর ২০২৫
ম্যাচের ২২তম মিনিটে বেলিংহ্যামের নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই ‘এল ক্লাসিকো’য় অবশেষে হাসল রিয়াল মাদ্রিদের মুখ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। গোল করেছেন দলের দুই তারকা—কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম।
এই জয়ের ফলে ৪ ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পেলো রিয়াল, একইসঙ্গে পয়েন্ট টেবিলে পাঁচ পয়েন্টের ব্যবধান গড়ে লা লিগার শীর্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে ‘লস ব্লাঙ্কোস’।১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট, অন্যদিকে বার্সেলোনার ২২।
এমবাপ্পে-বেলিংহ্যামের জুটিতে দাপট
ম্যাচের ২২তম মিনিটে বেলিংহ্যামের নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। তবে ৩৮তম মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতা ফেরায় বার্সা। বেশিক্ষণ সে আনন্দ স্থায়ী হয়নি—৪৩তম মিনিটে আবারও জ্বলে ওঠেন বেলিংহ্যাম, তার দারুণ ফিনিশেই প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ৫২তম মিনিটে পাওয়া পেনাল্টি কিকটি ফিরিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক ভয়চেখ শেজনি। সেই ব্যর্থতা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
শেষ মুহূর্তে উত্তেজনা, মাঠে বিশৃঙ্খলা
শেষ দিকে ম্যাচে রঙ লাগে উত্তেজনায়। ৮৮তম মিনিটে বার্সেলোনার পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হালকা ধস্তাধস্তির ঘটনা ঘটে। ম্যাচ শেষে তাতে যোগ দেন ভিনিসিয়ুস জুনিয়র ও লামিন ইয়ামালও। পুরো ম্যাচজুড়ে ইয়ামালকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে রেখেছিল রিয়ালের রক্ষণভাগ।
মৌসুমে দুর্দান্ত ধারায় মাদ্রিদ
চলতি মৌসুমে এটি রিয়ালের ১৩ ম্যাচে ১২তম জয়। একমাত্র হারটি এসেছে সেপ্টেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে (৫-২)। অন্যদিকে, বার্সেলোনার এটি মৌসুমের তৃতীয় পরাজয়—এর আগে তারা চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ২-১ এবং লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল।
ইউরোপে ব্যর্থতার রাতে ম্যানসিটির হোঁচট
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরে গার্দিওলার দল এখন আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে। ম্যাচের ১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে ক্যাশের দুর্দান্ত শটেই নির্ধারিত হয় ফল। ঘরের মাঠে সিটির বিপক্ষে এটি ভিলার টানা তৃতীয় জয়।
