৩৪তম সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন নাঈম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫:১২, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৫:১৪, ২৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আবারও ইতিহাস গড়লেন রংপুরের অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম; যিনি ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত ‘ছক্কা নাঈম’ নামে। ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে তিনি খেলেছেন অনন্য এক ইনিংস—নিজের ৩৪তম সেঞ্চুরি তুলে নিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
এর মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করলেন নাঈম ইসলাম। এর আগে এই মাইলফলকে পৌঁছেছিলেন দেশের রেকর্ডধারী ব্যাটসম্যান তুষার ইমরান।
২০২৩ সালেই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তুষারকে ছাড়িয়ে গিয়েছিলেন নাঈম, আর এবার রানসংখ্যায়ও তার কৃতিত্বের পাশে নাম লেখালেন।
ইতিহাস গড়ার পর আবেগভরা কণ্ঠে নাঈম বলেন, “১১ হাজার রান আমি বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি জাতীয় দলে বড় কিছু করব। হয়তো সেটি পুরোপুরি সম্ভব হয়নি, কিন্তু এই দীর্ঘ পথচলায় পরিবারের ভালোবাসা আর সমর্থনই আমাকে আজকের জায়গায় এনেছে।”
সিলেট একাডেমি মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিনের শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩০৮ রান, এগিয়ে আছে ৮৭ রানে।
নাঈম ইসলাম অপরাজিত ১১১ রানে ব্যাট করছেন, যা তার দলকে এগিয়ে রাখার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে যুক্ত করেছে নতুন অধ্যায়।
