৯ মাসে বিকাশের আয় ৫ হাজার ৪৭৪ কোটি, মুনাফা বেড়েছে ১৩২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩, ২৭ অক্টোবর ২০২৫
চলতি বছরের প্রথম নয় মাসে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড অর্জন করেছে রেকর্ড আয়। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিকাশের মোট আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৪ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১ হাজার ৩৪৪ কোটি টাকা বেশি।
বিকাশের মাদার কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি গত ২৩ অক্টোবর পরিচালনা পর্ষদের বৈঠকে এই অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে। ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভ্যাট-পরবর্তী আয় ও মুনাফায় বড় অগ্রগতি
২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়কালে বিকাশের ভ্যাট-পরবর্তী আয় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে আয় ছিল ৩ হাজার ৬৪৬ কোটি টাকা।
এ সময় প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৫২৩ কোটি টাকায়, যা আগের বছরের ২২৫ কোটি টাকা থেকে দ্বিগুণেরও বেশি।
আরও আশাব্যঞ্জক তথ্য হলো, কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৫০৫ কোটি টাকায়, যা আগের বছরের ২১৮ কোটি টাকার তুলনায় ২৮৭ কোটি টাকা বেশি। অর্থাৎ বছরের ব্যবধানে বিকাশের নিট মুনাফা বেড়েছে ১৩২ শতাংশ।
তৃতীয় প্রান্তিকেও শক্তিশালী পারফরম্যান্স
২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে বিকাশের গ্রস আয় দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেশি।
একই সময়ে ভ্যাট-পরবর্তী আয় হয়েছে ১ হাজার ৬৩২ কোটি টাকা, আর পরিচালন মুনাফা ২০৩ কোটি টাকা—যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় দুই গুণেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে।
২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বরে বিকাশের নিট মুনাফা ছিল ১০৯ কোটি টাকা, আর চলতি বছরে সেই অঙ্ক বেড়ে হয়েছে ১৯৭ কোটি টাকা।
অর্থনৈতিক প্রেক্ষাপটে বিকাশের ভূমিকা
বিশ্লেষকদের মতে, দেশের ডিজিটাল আর্থিক খাতে বিকাশের এই প্রবৃদ্ধি প্রমাণ করে যে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এখন গ্রামীণ থেকে নগর অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
দ্রুত নগদ লেনদেন, বেতন বিতরণ, রেমিট্যান্স, বিল পরিশোধ ও ক্ষুদ্র ব্যবসার পেমেন্ট ব্যবস্থায় বিকাশের ব্যাপক উপস্থিতিই এ আয় বৃদ্ধির মূল কারণ বলে মনে করা হচ্ছে।
