আরও কমল সোনার দাম, রুপা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫, ২৭ অক্টোবর ২০২৫
দেশের বাজারে আবারও কমল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্য কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় চাহিদা হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রবিবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১,০৩৯ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।
আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন এ মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
সোনার নতুন দাম
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই নতুন সমন্বয় করা হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত
রুপার দাম স্থিতিশীল রাখা হয়েছে।
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৪৭০ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ২১৪ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৪৬৭ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৫৯ টাকা
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর রেকর্ড পতনের পরও ওঠানামা করছে। সেই প্রভাবেই দেশের বাজারেও টানা কয়েক দফায় কমানো হয়েছে সোনার দাম।
