সীমান্ত বন্ধ, বাণিজ্য ক্ষতি ১২২ কোটি প্রতিদিন
পাকিস্তানে টমেটোর দাম ৪০০ শতাংশ বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৫৪, ২৪ অক্টোবর ২০২৫
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের জেরে দুই দেশের বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে—বিশেষত টমেটোর। পাকিস্তানে টমেটোর দাম এক সপ্তাহে ৪০০ শতাংশ বেড়ে কেজিপ্রতি প্রায় ৬০০ রুপিতে পৌঁছেছে (প্রায় ২ ডলার ১৩ সেন্ট) যা বাংলা টাকায় ২৬০ টাকা।
বাণিজ্য বন্ধে দৈনিক ১২২ কোটি ২০ লাখ টাকা (এক মিলিয়ন ডলার ক্ষতি)
অক্টোবরের ১১ তারিখ থেকে দুই দেশের মধ্যে সব সীমান্তপথ বন্ধ রয়েছে। প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে সংঘর্ষ ও পাকিস্তানের বিমান হামলায় উভয়পক্ষেই বহু প্রাণহানি ঘটে। এরপর থেকেই বাণিজ্য ও পণ্য পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
আফগানিস্তান-পাকিস্তান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান খান জান আলোকোজাই জানিয়েছেন, “প্রতিদিন উভয় দেশ মিলিয়ে প্রায় এক মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে।”
দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় ২.৩ বিলিয়ন ডলারের, যার মধ্যে ফল, শাকসবজি, খনিজ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস ও দুগ্ধজাত দ্রব্যই মূল পণ্য।
বাজারে টমেটো, আপেল ও আঙুরের সংকট
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের তোরখাম সীমান্তে প্রায় পাঁচ হাজার কনটেইনার আটকা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ফলে বাজারে টমেটো, আপেল ও আঙুরের ভয়াবহ ঘাটতি দেখা দিয়েছে।
আলোকোজাই আরও বলেন, “প্রতিদিন রপ্তানির জন্য প্রায় ৫০০ কনটেইনার সবজি প্রস্তুত থাকে, কিন্তু এখন সেগুলো সবই পচে যাচ্ছে।”
অস্ত্রবিরতি হলেও বাণিজ্য বন্ধ
ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগান সীমান্ত থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখতে তালেবান সরকার ব্যর্থ হয়েছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি একটি অস্ত্রবিরতি চুক্তি হলেও এখনো সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হয়নি। নতুন আলোচনার দ্বিতীয় দফা আগামী ২৫ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সবজির পাশাপাশি ফল, চিনি, চাল ও মাংসের দামও বাড়তে শুরু করেছে। সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় মারাত্মকভাবে বেড়ে গেছে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে।
বাণিজ্য পুনরায় চালু না হলে উভয় দেশের বাজারব্যবস্থা ও কৃষি সরবরাহ চেইনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা।
