ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১২:০৬, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২৬, ২৪ অক্টোবর ২০২৫
পবিত্র আল-আকসা মসজিদের আশপাশে এবং পুরনো জেরুজালেম নগরীতে ইসরায়েলের চলমান খননকাজে মসজিদের স্থিতি বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিনের আল-কুদস প্রশাসন।
আল-কুদস প্রশাসনের উপদেষ্টা মারুফ আল-রিফাই বৃহস্পতিবার সংবাদ সংস্থা ওয়াফাকে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের এসব খনন ও সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং তা বর্তমান স্থিতাবস্থার স্পষ্ট লঙ্ঘন।
এসব কাজের মাধ্যমে দখলদার ইসরায়েল আল-আকসার নিচের মাটি দুর্বল করে ফেলছে, যা এক সময় মসজিদের ভিত্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তিনি আরও জানান, এই খননকাজের ফলে বহু প্রাচীন ফিলিস্তিনি নিদর্শন যেমন ঐতিহাসিক বাড়িঘর, পুরনো মাদরাসা ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।
আল-রিফাই বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী সম্প্রতি জেরুজালেমের উপকণ্ঠের এক শহরে অভিযান চালিয়ে ধাতব ও আসবাবপত্র উৎপাদনকারী কয়েকটি কারখানায় ধ্বংসের নোটিস দিয়েছে।
তিনি অভিযোগ করেন, এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যার লক্ষ্য আনাতা জংশন থেকে হিজমা চেকপোস্ট পর্যন্ত একটি নতুন সড়ক, ব্রিজ ও রাউন্ডঅ্যাবাউট নির্মাণ। এর জন্য তারা নানা অজুহাতে ফিলিস্তিনিদের ভবনগুলো ভেঙে ফেলার পাঁয়তারা করছে, কখনও নির্মাণ অনুমতির অভাব, কখনও বিভাজন দেয়ালের নিকটবর্তী হওয়া ইত্যাদি কারণ দেখিয়ে।
এদিকে বৃহস্পতিবার সকালে ব্যাপক পুলিশি নিরাপত্তায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কয়েকটি দল আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর দলে দলে মসজিদ প্রাঙ্গণ ঘুরে দেখেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসার ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে, যাতে বসতি স্থাপনকারীদের প্রবেশ সহজ হয়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে আল-আকসার ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ করছে। এর আগেও ফিলিস্তিন অভিযোগ করেছিল, ইসরায়েল আল-আকসার নিচে ইসলামি নিদর্শন ধ্বংস করছে।
