জুমার নামাজ সম্পর্কে যা বলা হয়েছে কোরআনে
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১২:৫৩, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫৫, ২৪ অক্টোবর ২০২৫
মহান আল্লাহ জুমার দিনকে বিশেষ মর্যাদা দান করেছেন। কোরআন ও হাদিসে জুমার দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বর্ণিত হয়েছে। মহান আল্লাহ কোরআনে ‘জুমা’ নামে একটি সুরার নামকরণও করেছেন। এর দ্বারা এই দিনের গুরুত্ব ও মর্যাদা আরও বেড়ে গেছে।
এই সুরায় জুমার নামাজ সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত ৯)
মহান আল্লাহ আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করে এর ফজিলত ও সওয়াব অর্জনের তওফিক দান করুন। আমিন।
