মসজিদে নববীর জুমার খুতবা
আল্লাহর ৯৯ নাম অনুধাবনে দৃঢ় হয় ঈমান
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৯:৪৭, ২৪ অক্টোবর ২০২৫
মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন শায়খ হুসাইন আলে শায়খ। ছবি : সংগৃহীত
আজ জুমার খুতবায় মদিনার মসজিদে নববীর খতিব শায়খ হুসাইন আলে শায়খ মুসলমানদেরকে আল্লাহর ৯৯টি নাম (আসমাউল হুসনা) অধ্যয়ন ও অনুধাবনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মহান আল্লাহর সুন্দর নামসমূহ জানা ও তা নিয়ে চিন্তা-গবেষণা করার বিষয়টি ঈমানকে দৃঢ় করে, অন্তরে প্রশান্তি আনে এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার সর্বোত্তম মাধ্যম।

মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি : সংগৃহীত
খতিব বলেন, জ্ঞান অর্জনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ জ্ঞান হলো আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে জ্ঞান। যিনি আন্তরিকভাবে আল্লাহর নামগুলো মুখস্থ করেন, অর্থ বোঝেন এবং জীবনে তা প্রতিফলিত করেন, তার জন্য রয়েছে মহা পুরস্কার।
তিনি আরও বলেন, দোয়ার দুটি ধরন রয়েছে। একটি হলো ইবাদতের মাধ্যমে দোয়া, যেখানে বান্দা নামাজ, রোজা বা অন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। অন্যটি হলো চাওয়ার মাধ্যমে দোয়া, যেখানে বান্দা সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করে।
খতিব খুতবার শেষাংশে আল্লাহর ৯৯টি নাম মুখস্থ এবং এর অর্থ ও গভীরতা বুঝে আমলে পরিণত করার মাধ্যমে ঈমানকে সুদৃঢ় করার আহ্বান জানান।
সূত্র : ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ
