কোরিয়ান অভিনেতা লি সুন-জে হাসপাতালে নন, সম্পূর্ণ সুস্থ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৪১, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫৯, ২৪ অক্টোবর ২০২৫
দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা লি সুন-জে-এর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কোরিয়ান মিডিয়া ও সামাজিক মাধ্যমে। কিন্তু অভিনেতার সংস্থা সেই গুজব উড়িয়ে দিয়েছে— জানিয়ে দিয়েছে, তিনি সুস্থ আছেন এবং কেবল পায়ের দুর্বলতার কারণে নিয়মিত পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার কোরিয়ান সংবাদমাধ্যম মেইল বিজনেস স্টার টুডে-কে সংস্থার একজন প্রতিনিধি বলেন, “আগের মতোই আছেন লি সুন-জে। তিনি সুস্থ আছেন। শুধু পায়ের দুর্বলতার কারণে রিহ্যাব নিচ্ছেন।”
সংস্থাটি আরও জানায়, তিনি আপাতত কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেবেন না। বিশ্রাম ও চিকিৎসাতেই মনোযোগ দেবেন।
২৩ অক্টোবর অনুষ্ঠিত কোরিয়া পপুলার কালচার অ্যান্ড আর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অভিনেতা জং ডং-হোয়ান তার পুরস্কার গ্রহণের সময় বলেন, “লি সুন-জে স্যারের স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলে শুনেছি। তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
এর পরই সামাজিকমাধ্যমে নানা জল্পনা শুরু হয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে কেবিএস-২-এর নাটক-এর শুটিংয়ের সময়ও তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। সহ-অভিনেতা কিম ইয়ং-গুন তখন বলেন, “শেষদিকে লি সুন-জে স্যারের স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না। তিনি স্ক্রিপ্ট পড়তে পারতেন না, তাই বড় কাগজে সংলাপ লিখে মুখস্থ করতেন। তার দৃঢ়তা আমাদের অনুপ্রেরণা দিয়েছিল।”
একই বছরের অক্টোবরে তিনি ওয়েটিং ওয়েটিং ফর গোদো নাটক থেকে সরে দাড়ান চিকিৎসকের পরামর্শে। তখন প্রযোজনা সংস্থা জানায়, ডাক্তারের পরামর্শে তিন মাসের বিশ্রাম নিতে বলা হয়েছে, তাই বাকি প্রদর্শন বাতিল করা হয়েছে।
চলতি বছরের আগস্টে ওয়েটিং ফর গোদো নাটকের প্রেস কনফারেন্সে অভিনেতা পার্ক গিউন-হিউং বলেন, “আমি কয়েকবার দেখা করতে চেয়েছি, কিন্তু তিনি রাজি হননি। অন্যদের মাধ্যমে তার অবস্থার কথা শুনেছি— খুব একটা ভালো নয় বলে মনে হচ্ছে।”
তবে আজ সংস্থার আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, লি সুন-জে কোনো জটিলতায় ভুগছেন না এবং ধীরে ধীরে সেরে উঠছেন।
