এমিলি ইন প্যারিস‘সিজন ৫ আসছে ১৮ ডিসেম্বর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:২১, ২৪ অক্টোবর ২০২৫
নেটফ্লিক্স আবারও ফিরিয়ে আনছে দর্শকের প্রিয় চরিত্র এমিলি কুপার-কে। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এমিলি ইন প্যারিস এর পঞ্চম সিজন, আর তাতে আবারো মুখ্য ভূমিকায় দেখা যাবে লিলি কলিন্স-কে।
বুধবার নেটফ্লিক্স তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন ট্রেলার উন্মোচন করে লিখেছে —
হার্টস উইল রোম ফারদার দ্যান এভার বিফোর-এমিলি ইন প্যারিস রিটার্নস ডিসেম্বর ১৮।
ট্রেলারে দেখা গেছে এমিলির নতুন প্রেমিক মারচেলো-র (ইউজেনিও ফ্রান্সেসচিনি) সঙ্গে রোমান্টিক মুহূর্ত। চতুর্থ সিজনে প্রথম দেখা হয়েছিল এই ইতালীয় যুবকের সঙ্গে, এবার তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।
ভয়েসওভারে শোনা যায় — “আমরা শুরু করি এক সুন্দরী মহিলাকে দিয়ে। তার সঙ্গে যোগ দেয় এক পুরুষ। তারা একে অপরের থেকে নিজেদের দূরে রাখতে পারে না, শেষ পর্যন্ত একটি চুম্বন ভাগ করে নেয়।” “
এর পরপরই এমিলির বন্ধু মিন্ডি (অ্যাশলি পার্ক)-র সংলাপ -রোম তোমাকে ভালোভাবে নিয়েছে“
রোমে এমিলির নতুন জীবন
ট্রেলারের বাকি অংশে দ্রুতগতির দৃশ্যাবলীতে দেখা যায় এমিলিকে রোমের অলিগলিতে ঘুরতে, পার্টিতে যোগ দিতে এবং নতুন সাংস্কৃতিক পরিবেশে নিজেকে মেলাতে।
এবার নতুন চরিত্র প্রিন্সেস জেন-এর ভূমিকায় যুক্ত হয়েছেন মিনি ড্রাইভার। পাশাপাশি আগের পরিচিত মুখরাও থাকছেন —ফিলিপিন লেরয়-বেউলিউ (সিলভি), লুকাস ব্রাভো (গ্যাব্রিয়েল), ব্রুনো গৌরি (লুক), উইলিয়াম আবাদি (অঁতোয়ান), লুসিয়েন লাভিসকাউন্ট (আলফি) প্রমুখ।
প্যারিসের বাইরে এবার রোমে ‘হৃদয়ের রোমাঞ্চ’
এই সিজনে গল্পের মূল স্থান প্যারিস থেকে সরে রোমে গিয়েছে, যেখানে এমিলির পেশাগত ও ব্যক্তিগত জীবন— দুই-ই নতুন মোড় নিতে যাচ্ছে। নেটফ্লিক্সের ভাষায়,
