শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

যৌন নির্যাতন: বলিউডের গায়ক ও সুরকার সাচিন সাংভি গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৫৭, ২৫ অক্টোবর ২০২৫

যৌন নির্যাতন: বলিউডের গায়ক ও সুরকার সাচিন সাংভি গ্রেপ্তার

এক তরুণীকে যৌন নির্যাতনের মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে বলিউড গায়ক ও সুরকার সাচিন সাংভিকে। বলিউডের জনপ্রিয় সুরকার জুটি সাচিন-জিগরের একজন তিনি।

শুক্রবার (২৪ অক্টোবর) ভারতের পুলিশ বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ২০ বছরের বেশি বয়সী সেই তরুণীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সাচিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেই তরুণী জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাচিন সাংভির সঙ্গে তার ইনস্টাগ্রামে যোগাযোগ হয়। তখন সাচিন তার গানের অ্যালবামে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দুজনের মধ্যে ফোন নম্বরও আদান-প্রদান হয়। 

তরুণীর দাবি, সাচিন তাকে স্টুডিওতে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন ও একাধিকবার যৌন নির্যাতন করেন। এরপরই তিনি সাচিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুরকারকে। গ্রেপ্তারের পর কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেয়েছেন সাচিন। বিচারাধীন মামলাটি নিয়ে তদন্ত চলছে।

তবে সাচিনের আইনজীবী আদিত্য মিঠে অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। এক বিবৃতিতে আইনজীবী জানান, "সাচিনের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলার কোনো যুক্তিসংগত ভিত্তি নেই। সাচিনের পুলিশি আটক অবৈধ ছিল এবং সেই কারণেই তিনি তৎক্ষণাৎ জামিনে মুক্তি পান। আমরা সব অভিযোগের বিরুদ্ধে লড়াই করব।"

বলিউডে বহু হিট ছবির সংগীত পরিচালনা করেছেন সাচিন-জিগর জুটি। এর মধ্যে "স্ত্রী ২" সিনেমার "আজ কি রাত" বেশ জনপ্রিয়তা পেয়েছে। দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত ‘থাম্মা’ সিনেমার সংগীতও পরিচালনা করেছেন এই জুটি।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০