বিএনপি, জামায়াত ও এনসিপি: কোন দল কোন উপদেষ্টাদের নিয়ে শঙ্কিত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩৫, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১১, ২৫ অক্টোবর ২০২৫
অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রমাণে পরামর্শ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক পেজে এই পোস্ট দেন জ্বালানি উপদেষ্টা।
এই উপদেষ্টা তার পোস্টের নিচে তিনটি ফটোকার্ড যুক্ত করেছেন। এসব কার্ডে কোন দলের কোন উপদেষ্টার ব্যাপারে আপত্তি—সেটি প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে ‘এনসিপি শঙ্কিত কাদেরকে নিয়ে?’ শীর্ষক ফটোকার্ডে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান (শুভ্র), অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তথ্যসূত্র: বঙ্গগ্রাফ ডেস্ক |
‘যাদের ব্যাপারে সতর্ক করেছে জামায়াত’ শীর্ষক ফটোকার্ডে তিনজনের নাম এসেছে। তারা হলেন—অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আরও অনেক উপদেষ্টাদের কথা সরাসরি বলতে নারাজ জামায়াত নেতারা। তথ্যসূত্র: বঙ্গগ্রাফ ডেস্ক |
‘বিএনপির বিরাগভাজন হয়েছেন কারা?’ শীর্ষক ফটোকার্ডে তিনজনের নাম এসেছে। তারা হলেন—জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী। অস্বাভাবিকভাবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে সরে এসেছে বিএনপি! তথ্যসূত্র: বঙ্গগ্রাফ ডেস্ক |
