শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

দেশের মানুষ এনসিপির ওপর আস্থা রাখছে: আখতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৮, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:০৭, ২৫ অক্টোবর ২০২৫

দেশের মানুষ এনসিপির ওপর আস্থা রাখছে: আখতার

দেশের মানুষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘এনসিপিকে দেশের মানুষ ভালোবাসছে ও এই দলকে নতুন বাংলাদেশের সম্ভাবনা হিসেবে দেখছে।’

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে দলের ঢাকা মহানগর ও জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, “এনসিপি নবীন একটি রাজনৈতিক দল। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে—বাংলাদেশের মানুষ এনসিপির ওপর আস্থা রাখছে, পছন্দ করছে ও ভালোবাসছে। এটি সম্ভব হয়েছে এনসিপির নীতিনির্ধারণী ও মূল্যভিত্তিক রাজনীতির কারণে।”

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এনসিপি কখনও আপস করবে না। যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়, তাহলে গোটা দক্ষিণ এশিয়ার কোনো জাতিগোষ্ঠী মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে না।’

এ সময় দেশে গুম-হত্যার সংস্কৃতি ফেরার আশঙ্কা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “বছরের পর বছর ধরে গুম-হত্যার যে সংস্কৃতি টিকিয়ে রাখা হয়েছিল, সেই সংস্কৃতি নতুন বাংলাদেশেও আবার দেখা দিচ্ছে। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি বলেন, “এনসিপি এমন রাজনীতি চায় না যেখানে ভয়, নিপীড়ন ও অদৃশ্য শক্তির আধিপত্য থাকবে। আমরা গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক মর্যাদার প্রশ্নে আপসহীন থাকতে চাই।”

নিজের দল ও রাজনীতির প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “আমাদের কথার মধ্যে অনেক ভুল ও বিচ্যুতি ছিল, যা আমরা উপলব্ধি করছি। হতাশা থেকে অনেক কথা বলা হয়েছে। তবে সামনের দিনে নতুন বাংলাদেশের রাজনীতি গড়তে হলে আমাদের নতুন চিন্তা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সংখ্যার ওপর নয়, মানুষের আস্থার ওপর নির্ভর করুন। এনসিপির দেশ গঠনের পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌঁছে দিন। এই ঢাকা শহরের প্রতিটি ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করুন।”

সভায় ঢাকা মহানগর ও জেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০