শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

বহিষ্কৃত ৭ নেতাকে দলে ফেরাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৭, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৪, ২৪ অক্টোবর ২০২৫

বহিষ্কৃত ৭ নেতাকে দলে ফেরাল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সাত নেতাকে পুনরায় দলে ফিরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাত নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া সাত নেতা হলেন—
১. ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ, ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য।

২. রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

৩. নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

৪. রুহুল আমিন দুলাল, পিরোজপুর, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

৫. তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, নীলফামারী জেলা, জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

৬. মোকাররম হোসেন সুজন, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য।

৭. মো. আলি সরকার, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০