বড় রাজনৈতিক দলগুলো জুলাইকে ‘বিপ্লব’ বলতে ভয় পায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৭, ২৩ অক্টোবর ২০২৫

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো জুলাইয়ের ঐতিহাসিক পরিবর্তনকে ‘বিপ্লব’ হিসেবে স্বীকার করতে ভয় পায়। তার মতে, এই ভয় আসে প্রতিষ্ঠিত ক্ষমতার কাঠামো—স্টাবলিশমেন্ট—ভেঙে যাওয়ার আশঙ্কা থেকে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত এক যৌথ আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
ড. মাহমুদুর রহমান বলেন,“বড় রাজনৈতিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না। কেন বলতে চায় না, জানি না। হয়তো তারা স্টাবলিশমেন্ট থেকে সরে আসার ভয় পায়। কারণ বিপ্লবের চরিত্রই হলো স্টাবলিশমেন্ট ভেঙে দেওয়া—যে ক্ষমতার কেন্দ্র তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তাই এই পরিবর্তনকে তারা বিপ্লব হিসেবে মানতে চায় না।”
তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহকে বিপ্লবের দৃষ্টিতে না দেখা জাতির জন্য একটি ‘বড় রাজনৈতিক ব্যর্থতা’ হবে।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে বিপ্লবের চরিত্র বুঝতে না পারাটাই সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতা ভবিষ্যতের জাতীয় নির্বাচন ও বাংলাদেশের দিকনির্দেশনা ভিন্ন পথে নিয়ে যেতে পারে।”
বক্তব্যে মাহমুদুর রহমান অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের প্রধান তিন রাজনৈতিক দল—বিএনপি, জামায়াত ও এনসিপি—এর আলোচনার মূল বিষয় হচ্ছে প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা।
তিনি বলেন, তাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে প্রশাসনকে কুক্ষিগত করা, যেন নির্বাচনে তারা সহজেই জয়লাভ করতে পারে