শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

৬০ কোটি টাকার প্রতারণা মামলার পর শিল্পার রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:২০, ২৩ অক্টোবর ২০২৫

৬০ কোটি টাকার প্রতারণা মামলার পর শিল্পার রহস্যময় পোস্ট

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ওঠা ৬০ কোটিরও বেশি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সিনেমাপাড়া তোলপাড়। আর এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় বার্তা শেয়ার করেছেন শিল্পা। মামলার তদন্ত, পুলিশের জিজ্ঞাসাবাদ, এমনকি ‘লুক আউট সার্কুলার’ জারির মধ্যে তার এই পোস্ট এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি সম্প্রতি রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, এই দম্পতির মালিকানাধীন অনলাইন রিটেল কোম্পানি ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি মোট ৬০.৪৮ কোটি টাকা বিনিয়োগ করেন।

কোঠারির দাবি, রাজ ও শিল্পা প্রথমে তাকে ৭৫ কোটি টাকার ঋণের প্রস্তাব দেন, কিন্তু পরে করফাঁকির অজুহাতে সেই টাকাকে ‘বিনিয়োগ’ হিসেবে দেখাতে চাপ দেন। প্রতিশ্রুতি দেওয়া হয় মাসিক রিটার্ন ও মূলধন ফেরতের।কিন্তু অভিযোগ, সেই অর্থ পরে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়।

অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪০৩, ৪০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করেছে। অর্থনৈতিক অপরাধ দমন শাখা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সম্প্রতি শিল্পাকে তার বাসায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠীর নামে লুক আউট সার্কুলার জারি হওয়ায় তারা আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না।

জানা যায়, সম্প্রতি শিল্পা লস অ্যাঞ্জেলসে একটি অনুষ্ঠানে যোগ দিতে বিদেশযাত্রার আবেদন করেছিলেন। কিন্তু আদালত জানিয়ে দেয়—অভিযোগকারীকে প্রতারণার শিকার হওয়া অর্থ ফেরত না দিলে বিদেশে যাওয়া যাবে না। ফলে অভিনেত্রী আবেদনটি প্রত্যাহার করে নেন।

এই কঠিন সময়ে শিল্পা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট কিন্তু অর্থবহ বার্তা দেন। তিনি লেখেন—“আপনার নিজের মনের চেয়ে দ্রুত আর কিছুই আপনাকে ধ্বংস করতে পারে না।যা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে চিন্তা করবেন না।বরং যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সেটির উপর মনোযোগ দিন।”

পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে শিল্পা যেন নিজের মানসিক অবস্থারই প্রতিফলন ঘটিয়েছেন—চাপ, উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝেও স্থিতিশীল থাকার চেষ্টা করছেন তিনি।

রাজ কুন্দ্রা অবশ্য বারবার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। তবে এতদিন নীরব থাকা শিল্পা প্রথমবারের মতো নিজের মনের কথা ঘুরিয়ে প্রকাশ করলেন।

যোগা ও মানসিক প্রশান্তির বার্তা দিয়ে অনুরাগীদের অনুপ্রেরণা জাগানো এই অভিনেত্রী যেন এবার নিজেকেও সেই শক্তি জোগাতে চাইছেন। মামলার পরবর্তী শুনানিতে কী হয়, সেটিই এখন বলিউড মহলে সবচেয়ে বড় কৌতূহল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন