কিরা নাইটলির সন্তানদের জন্য সুরক্ষা
বাড়িতে পুরো নিষিদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:২৩, ২৩ অক্টোবর ২০২৫

অভিনেত্রী কিরা নাইটলি সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করেছেন নিজের বাড়িতে।, সন্তানদের নিয়ন্ত্রণহীন ভার্চুয়াল দুনিয়া থেকে রক্ষা করতে এই উদ্যোগ।
৪০ বছর বয়সী এই তারকা তার স্বামী জেমস রাইটনের সঙ্গে দুই মেয়ের — এডি (৯) এবং ডেলাইলা (৫) এর তা বসবাস করেন। সম্প্রতি বিবিসি রেডিও ৪–এর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে ইন্টারনেট ব্যবহারে তিনি কঠোর নজরদারি রাখেন।
কিরা বলেন, “আমার কাছে ব্যাপারটা খুব ভয়ানক মনে হয়, কারণ এই জায়গাগুলো (সোশ্যাল মিডিয়া) নিয়ন্ত্রিত নয়। একবার শিশুদের এই নিয়ন্ত্রণহীন জায়গায় ঢুকতে দিলে , আর ফেরাতে পারবো না। সেখান থেকে আমি তাদের রক্ষা করতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের বাড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম সম্পূর্ণ নিষিদ্ধ। তারা কোনো ডিভাইসে ঢুকতে পারবে না যদি আমরা না দেখি তারা কী দেখছে। অর্থাৎ, যদি দেখা সম্ভব না হয়, তাহলে ডিভাইস ব্যবহারই নয়।”
অভিনেত্রীর স্বীকারোক্তি, “আমি জানি না এটা ঠিক কি না, বা কতদিন এটা ধরে রাখতে পারব!”
‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর এই নায়িকা জানান, তার মেয়েদের স্কুলে বেশিরভাগ অভিভাবকই একই নিয়ম মেনে চলেন।
তিনি বলেন, “আপনি চেষ্টা করেন জানতে—এই প্লে-ডেটে বাচ্চারা কী করছে, কী করছে না? ভালো লাগে যখন এমন একদল অভিভাবক মেলে, যাদের সঙ্গে খোলাখুলি এসব আলোচনা করা যায়। কিন্তু সব জায়গায় তা হয় না।”
‘ব্ল্যাক ডোভস’ অভিনেত্রী আরও বলেন, “আমাদের স্কুলে অন্তত এই বছর গ্রুপে বিষয়টা ভালোভাবে কাজ করছে, তবে এটা বছর থেকে বছরে বদলে যেতে পারে।”
সবশেষে কিরা নাইটলি বলেন, “আমি সত্যিই চাই কিছু নিয়ম বা বিধিনিষেধ থাকুক, যাতে এই দায়িত্বটা পুরোপুরি অভিভাবকদের কাঁধে না পড়ে।”