বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

রাম চরণ ও উপাসনা কামিনেনির দ্বিতীয় সন্তান আসছে 

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১২:৪১, ২৩ অক্টোবর ২০২৫

রাম চরণ ও উপাসনা কামিনেনির দ্বিতীয় সন্তান আসছে 

রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনি। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনি দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন।

রাম চরণ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় দীপাবলির উৎসবমুখর পরিবেশে অতিথিরা তাদের বাড়িতে আসছেন, উপাসনাকে উপহার ও আশীর্বাদ দিচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে রাম চরণ লিখেছেন—“এই দীপাবলি ছিল দ্বিগুণ আনন্দ, দ্বিগুণ ভালোবাসা আর দ্বিগুণ আশীর্বাদের।”
ভিডিওটির শেষে লেখা ভেসে ওঠে,  “নতুন সূচনা।”

রাম চরণ ও উপাসনা তাদের প্রথম সন্তান, একটি কন্যাসন্তানকে, স্বাগত জানিয়েছিলেন ২০২৩ সালের ২০ জুন।

রাম চরণ সর্বশেষ অভিনয় করেছেন তার নতুন ছবি ‘গেম চেঞ্জার’-এ।

আরও পড়ুন