ব্ল্যাঙ্কোর সঙ্গে বিয়ে গোপনের কথা জানালেন সেলেনা গোমেজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:২৪, ২৩ অক্টোবর ২০২৫

গোপনের ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত
সেলেনা গোমেজ অবশেষে জানালেন কেন তিনি সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। সম্প্রতি‘দ্য জেনিফার হাডসন শো’-এর এক পর্বে অতিথি হয়ে এসে সেলেনা গোমেজ এ ব্যাপারে মুখ খোলেন।
‘ক্যাল্ম ডাউন’ গানের এই তারকা বলেন, “আমি চাইনি আমার বিয়ের ছবি কেউ তুলুক—যদি না তা আমার পক্ষ থেকে আসে। আমি যতটা পারি নিজের ব্যক্তিগত জীবনকে গোপন রাখার চেষ্টা করি।”
গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় এক রোমান্টিক অনুষ্ঠানে সেলেনা ও বেনি পরস্পরকে বিয়ের শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকা—এড শিরান, মার্টিন শর্ট, স্টিভ মার্টিন, পল রাড, প্যারিস হিলটন, জোয়ে সালদানা, এসজেডএ এবং টেলর সুইফটসহ আরও অনেকে।
৩৩ বছর বয়সী এই গায়িকা বিয়ের কিছুদিন পর নিজের ইনস্টাগ্রামে অনুষ্ঠানের প্রথম ছবি শেয়ার করেন। ছবির অ্যালবামে দেখা যায়, নবদম্পতি একে অপরকে জড়িয়ে ধরছেন, হাত ধরে আছেন এবং নতুন জীবন উপভোগ করছেন।
আরেকটি ছবিতে দেখা যায় সেলেনার ফুলের তোড়া ও তাদের বিয়ের আংটি।
‘৯.২৭.২৫’—এই তারিখ লিখে ছবিগুলোর ক্যাপশনে সেলেনা লেখেন ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ তারকা হিসেবে তার নতুন জীবনের সূচনার কথা।