বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

জাহ্নবী কাপুর, আমি কিছু গোপন রাখায় বিশ্বাস করি না

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:১৪, ২৩ অক্টোবর ২০২৫

জাহ্নবী কাপুর, আমি কিছু গোপন রাখায় বিশ্বাস করি না

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি বহুদিনের গুজবের অবসান ঘটিয়ে নিজের সৌন্দর্য ও কসমেটিক সার্জারি বিষয়ক অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় সম্প্রচারিত চ্যাট শো টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কেল -এ তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

জাহ্নবী বলেন, `আমি গোপন রাখায় বিশ্বাস করি না। ছোটবেলায় আমি খুব সহজেই প্রভাবিত হতাম। সোশ্যাল মিডিয়ার উত্থানের সময় সবাইকে একধরনের ‘নিখুঁত’ দেখতে হবে—এমন একটা চাপ তৈরি হয়েছিল। আমি চাই না তরুণ মেয়েরা এই কৃত্রিম নিখুঁত হওয়ার ধারণায় বিশ্বাস করুক। আমি মনে করি যে, যা করলে সুখ পায়, তাই করা উচিত। আমি চাইব সবাই জানুক, আমি নিজের ব্যাপারে খোলাখুলি।’

বছরের পর বছর ধরে জাহ্নবীর চেহারা নিয়ে নানা আলোচনা চলেছে—নাকের সার্জারি, মুখের চর্বি অপসারণ, লিপ ফিলার ইত্যাদি প্রসঙ্গে অনেকে জল্পনা করেছেন। তবে তিনি আগে কখনও প্রকাশ্যে এসব নিশ্চিত করেননি।

জাহ্নবী হাসতে হাসতেই বলেন, ‘ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে বলা হয় আমি নাকি ‘বাফেলো-প্লাস্টি’ করিয়েছি! আমি মনে করি, আমি যা করেছি তা খুব বুদ্ধিমত্তার সঙ্গে, সংযমীভাবে ও সঠিক উপায়ে করেছি। অবশ্যই মায়ের (শ্রীদেবীর) পরামর্শ পেয়েছিলাম। সেই অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করতে চাই—একটা সতর্কতার গল্প হিসেবে। কারণ, যদি কোনও মেয়ে এমন মিথ্যা ভিডিও দেখে ভাবে ‘আমাকেও এটা করতেই হবে’, আর তার ক্ষতি হয়—সেটা হবে ভয়ানক।’

তিনি বলেন, ‘স্বচ্ছতা খুবই জরুরি।’ জাহ্নবী বলেন, ‘তরুণীদের মধ্যে যে নিখুঁত হওয়ার যে প্রতিযোগিতা চলছে, সেটি ভয়ঙ্কর। আমি চাই সবাই নিজের মতো থাকুক, সুখে থাকুক। আমি শুধু চাই এই সৌন্দর্যের মানদণ্ডগুলো যেন বিচারবোধ থেকে মুক্ত হয়। আমরা সবসময় বিচারবোধের ফাঁদে পড়ে যাই।’

তিনি আরও জানান, ‘একদিন দেখলাম কিছু তথাকথিত ডাক্তার আমার ছবি নিয়ে বলছে—‘এই মেয়েটা নাকি মুখে ওটা করিয়েছে, নাকে এটা করিয়েছে।’ এমনকি তারা ওই হাস্যকর ‘বাফেলো-প্লাস্টি’র কথাও বলছিল!’

কাজল বলেন,  এ ধরনের অনলাইন বিশ্লেষণ শুধু তারকা নয়, তাদের পরিবারের ওপরও প্রভাব ফেলে।

কাজল নিজের অভিজ্ঞতা টেনে আনেন: ‘আমার মেয়ে নায়সাকে নিয়েও এভাবে কথা হয়। কিছু মানুষ বলে, ‘ও নাকি ২৫টা সার্জারি করিয়েছে!’ আমি ভাবি, এরা আসলে কীসব বলছে?’

জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী ছিলেন ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেত্রী। তিনি ২০১৮ সালে প্রয়াত হন। মেয়ের জীবনে তিনি শুধু অনুপ্রেরণাই দেননি, ব্যক্তিগত সৌন্দর্যবোধ ও আত্মবিশ্বাস গঠনের ক্ষেত্রেও গভীর প্রভাব রেখেছিলেন।
 

আরও পড়ুন