তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হলেন রুমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:০০, ২৩ অক্টোবর ২০২৫

তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন আরফিন রুমি। ২২ অক্টোবর (বুধবার) নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় তাঁর স্ত্রী কামরুন নেসা মা হয়েছেন, খবরটি নিশ্চিত করেছেন রুমি। ছেলের নাম রাখা হয়েছে "কিয়ান আরফিন আরহান"।
গায়ক,সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির দুই দশকের পেশাদার সংগীতজীবনে আজ আবার আরেকবার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তের সাক্ষী হয়েছেন। তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি।
২২ অক্টোবর (বুধবার) নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রে রুমির স্ত্রী কামরুন নেসা সুস্থভাবে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আনন্দের খবরটি নিশ্চিত করেছেন রুমি নিজেই।
আরফিন রুমি জানান, "নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে, ভালো আছে। সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য।"
সংগীত অঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমির পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।
রুমি প্রথম লামিয়া ইসলাম নামের একজনকে বিয়ে করেন এবং সেই সংসারে রুমির একটি পুত্রসন্তান রয়েছে। রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নেসার সংসার আলো করে আসে দ্বিতীয় পুত্রসন্তান। এবার রুমি ও কামরুন নেসা দম্পতির ঘর আলো করে এলো তৃতীয় সন্তান। তৃতীয় সন্তানের আগমনে রুমি ও তাঁর পরিবারের সবাই আনন্দিত।
এদিকে গানে ব্যস্ত হতে চাইছেন শিল্পী, গতকাল মঙ্গলবার গীতিকার সাগর, সুর ও সংগীত পরিচালক ফরহাদ "প্রেমের রেডিও" শিরোনামে এফডিসিতে নতুন একটি গানের ভিডিও চিত্রের শুটিং করেছেন তিনি। 'সিডি চয়েজ'র ব্যানারে প্রকাশের জন্য তৈরি এই গানে রুমির সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন স্বর্ণা।